বাড়িতে বসে মাত্র ২০ মিনিটে হতে পারে করোনা পরীক্ষা, নতুন আবিষ্কার ব্রিটেনের
ব্রিটেন: হ্যাঁ, বাড়িতে বসে মাত্র ২০ মিনিটেই হতে পারে করোনা টেস্ট। ঠিক তেমনই দাবি করেছে ব্রিটেনের সংস্থা অ্যাবিংডন হেল্থ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাহায্যে তারা বের করেছে এই যন্ত্রটি। যাতে মাত্র ২০ মিনিটে বাড়িতে বসে রক্ত নিয়ে করোনা টেস্ট করা যাবে।
অনেকটা ঠিক সুগার টেস্ট এর যন্ত্রের মত কাজ। প্রথমে একশো জনের উপর ব্রিটেনের বিভিন্ন জায়গায় এই টেস্ট হয়েছে আর তাতেই সাফল্য মিলেছে ১০০ শতাংশ।
ব্রিটেন সরকার ও এই যন্ত্রের পরীক্ষায় সায় দিয়েছে।
সরকার বলেছে প্রথমে স্বাস্থ্য কর্মীদের দিয়ে এগুলো যাতে অনেক টেস্ট করোনা যায় তার ব্যবস্থা করতে হবে। তারপর আসতে আসতে সবাইকে এই যন্ত্রটি দিতে হবে ।
দ্রুত এই টেস্ট করলে বিশাল সংখ্যক সংক্রমণ ঠেকানো যাবে।