মস্কো: করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে বিশ্বের অনেক দেশই। মানব শরীরে করোনা ভ্যাকসিনের প্রয়োগও হয়েছে কয়েক জায়গায়।
অন্যদিকে বুধবারে রাশিয়ায় মানব শরীরের ওপর করোনভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হল। রুশ স্বাস্থ্যমন্ত্রী একথা জানিয়েছেন। মস্কোর গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট মানব শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ করেছে বলে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে।
এই পরীক্ষা সফল হল কিনা তা দেড় মাসের মধ্যে বোঝা যাবে বলে জানিয়েছেন গ্যামেলিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির প্রধান আলেকজান্দার গিন্টসবুর্গ। ২১ দিন পর ফের এই স্বেচ্ছাসেবকদের ওপরে আর এক প্রস্থ করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হবে।