করোনা ভাইরাসের উৎপত্তিস্থল খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৭ জন সদস্য নিয়ে একটি টিমও তৈরি করেছিল। গত বছর থেকে সেই টিম গোটা বিশ্ব জুড়ে অনুসন্ধান চালাচ্ছে। একাধিকবার প্রকাশ্যে হু প্রধানকে চিনের উহান ল্যাব সংক্রান্ত সমস্ত গুজব উড়িয়ে দিতে দেখা গিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসাসের মুখে আচমকাই ১৮০ ডিগ্রি উলটো কথা শুনে স্তম্ভিত পৃথিবীর মানুষ। সংস্থার ডিরেক্টর টেড্রস আধানম ঘেব্রেইসাস আচমকাই বললেন, উহানের ল্যাবেই দূর্ঘটনাবশত করোনাভাইরাসের জন্ম হয়েছে। ২০১৯ সালের শেষ থেকেই তা ছড়িয়ে পড়তে শুরু করে।
হু প্রধান সম্প্রতি ইউরোপের এক রাজনীতিবিদকে এ কথা বলেছেন। টেড্রস আধানম ঘেব্রেইসাস আরও বলেন, প্রথম নোভেল করোনাভাইরাস চিহ্নিত হওয়ার পর থেকে দু’বছর কেটে গিয়েছে। এখনও আমাদের হাতে কোনও সঠিক তথ্যপ্রমান নেই এই ভাইরাস কোথা থেকে উৎপত্তি হয়েছিল। এই ভাইরাসের উৎপত্তিস্থল নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে।
তিনি আরও বলেন, সমস্ত বিভ্রান্তি দূর করতে বৈজ্ঞানিক উপায়ে তথ্য অনুসন্ধানের প্রয়োজন। চিনকেও এই বিষয়ে এগিয়ে আসতে হবে। চিনের প্রথম করোনাভাইরাস পাওয়া গিয়েছিল।