নয়াদিল্লি: ভারতে ইতিমধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। কিন্তু কবে নাগাদ ভারতের বাজারে এই ভ্যাকসিন আসবে, তা জানতে চেয়েছিল কেন্দ্রের সংসদীয় কমিটি। উত্তরে সরকারি আধিকারিকরা জানিয়েছেন, ভ্যাকসিন বাজারে বিক্রি করতে অন্তত ১২ মাস সময় লাগবে।
তবে তখন, প্রাথমিকভাবে বাছাই করে কিছু মানুষকে এই ভ্যাক্সিন দেওয়া হবে। পরে সাধারণ মানুষকে ভ্যাক্সিন দেওয়া হবে। এই মুহূর্তে দেশে বায়োটেক নামে একটি সংস্থা মানব শরীরে ট্রায়ালের অনুমোদন পেয়েছে।
অন্যদিকে গত চার মাসে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৮ লক্ষেরও বেশি মানুষ। অন্যদিকে সুস্থও হয়েছেন প্রায় ৫ লক্ষ মানুষ । ভারতবর্ষে সুস্থতার হার চোখে পড়ার মত ৬২ শতাংশ । যা বিশ্বে চিকিৎসা ব্যাবস্থায় উন্নত দেশগুলির থেকে অনেক ভালো ।
এখন দেশে একদিনে প্রায় আক্রান্ত হচ্ছে ২৫০০০ এরও বেশি মানুষ। একদিনে সুস্থ হচ্ছে প্রায় ১৭০০০ করে এবং মৃত্যু ঘটছে প্রায় রোজ গড়ে ৫০০ জনের।