করোনা জয় করলেন আপ নেতা সত্যেন্দ্র জৈন
নিউদিল্লি: অবশেষে প্লাজমা থেরাপির পর সুস্থ হয়ে উঠলেন দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন। মন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে যে, শুক্রবার তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
সম্ভবত তাকে বাড়ি যাওয়ার অনুমতি দিতে পারে হাসপাতালের তরফে। এমনটাই ইঙ্গিত স্বাস্থ্য মন্ত্রীর অফিসের তরফে।
উল্লেখ্য, ১৬ জুন প্রবল শ্বাসকষ্ট নিয়ে দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ১৭ জুন তার রিপোর্ট পজিটিভ আসে। গত সপ্তাহেই তার প্লাজমা থেরাপি করা হয়। তারপর রবিবার থেকে অবস্থার উন্নতি হতে থাকে।
অন্যদিকে করোনা আক্রান্ত হলেন কংগ্রেসের বরিস্ট নেতা ও সংসদ অভিষেক মানু সিংভি। এর পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীও।