করোনার তৃতীয় ঢেউ আসন্ন, হিল স্টেশনে উপচে পড়ছে ভিড়, সতর্কবার্তা স্বাস্থ্য মন্ত্রকের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

 

লড়াই ২৪ ডেস্ক: করোনার তৃতীয় ঢেউ আসন্ন কিন্তু হুঁশ নেই মানুষের। ইদানিং সময়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন দেখা যাচ্ছে কীভাবে ভিড় বাড়ছে হিল স্টেশনগুলিতে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘বিশ্বে অতিমারির ইতিহাস ও তথ্যপ্রমাণ স্পষ্ট করছে দেশে তৃতীয় তরঙ্গ অবশ্যম্ভাবী এবং আসন্ন।

চিকিৎসকদের অভিযোগ, সরকার ও সাধারণ মানুষ ঢিলেমি দিচ্ছে। কোভিড না মেনে চলছে ভিড় জমায়েত। কেন্দ্রও মানুষের এই বেপরোয়া মনোভাব নিয়ে উদ্বিগ্ন। এদিন স্বাস্থ্য মন্ত্রকের যুব সচিব লব আগরওয়াল জানিয়েছেন, ‘আমরা যখন তৃতীয় করোনার ঢেউয়ের কথা বলছি তখন মানুষ এটিকে আবহাওয়ার পূর্বাভাস ভাবছে। কোনোরকম গুরুত্ব দিচ্ছে না। নিজেদের দায়িত্ব পালন করছে না। সবার কাছে অনুরোধ সচেতন ও দায়িত্বশীল থাকুন।’

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আরও পড়ুন…………জিকা ভাইরাসের আক্রমণে আরও চার, সতর্কতা জারি কেরালায়

মঙ্গলবার তৃতীয় ঢেউ রোখার আগাম প্রস্তুতি সম্পর্কে উত্তরপূর্ব ভারতের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকাকরণ ও জমায়েতে করোনাবিধি মানার মতো বিষয়গুলিকে বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা করেন। তৃতীয় ঢেউ থেকে রোখার একাধিক পথ সম্পর্কে আলোচনা হয় এই বৈঠকে। এই বৈঠকে তিনি বলেন, ‘পর্যটন কেন্দ্রে ভিড় চিন্তা বাড়াচ্ছে। আমাদের সকলকে এক সাথে কোভিডের তৃতীয় ঢেউকে রুখতে হবে।’

এছাড়াও তিনি আরও বলেন, ‘বুঝতে পারছি করোনাকালে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে পর্যটন ও ব্যবসা। কিন্তু মাস্ক ছাড়া হিল স্টেশন ও বাজারে জমায়েত ঠিক না। করোনার প্রতিটি প্রজাতির ওপর নজর রাখতে হবে। আমাদের বিজ্ঞানী ও গবেষকরা সেই কাজ করছেন কিন্তু এই অতিমারিকালে প্রতিরোধ ও চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ।’

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment