করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত ব্রিটেন ফেরত মহিলা
নয়াদিল্লি: করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ভারতেও ঢুকে পড়ল। ব্রিটেন থেকে ফেরত অন্ধ্রপ্রদেশের এক মহিলার শরীরে করোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ২১ ডিসেম্বর দিল্লি বিমানবন্দরে অবতরণের পরে ৪৭ বছর বয়সী মহিলাকে আইসোলেশন কেন্দ্রে পাঠানো হলেও, তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন! তারপরে বিশেষ ট্রেনে করে তিনি তাঁর বাড়িতে রাজমন্দ্রি পৌঁছন।
জানা গিয়েছে যে, মহিলার সঙ্গে তাঁর ছেলে ছিল, যার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। দু’জনকেই বর্তমানে রাজ্য সরকারের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। বিজ্ঞানীদের অনুমান যে, নতুন রূপে ব্রিটেনে পাওয়া করোনার ভাইরাসটি আগের তুলনায় ৭০% দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বলা হচ্ছে যে দিল্লিতে অবতরণের পরে ওই মহিলার করোনার পরীক্ষা হয়েছিল, যা পজিটিভ হয়।
প্রাথমিকভাবে, রিপোর্টটি আসার পরে তার খোঁজ পাওয়া যায়নি৷ কারণ তার ফোনটি আনরিচেবল ছিল৷ অনেক চেষ্টা করার পরেও মহিলার সন্ধান পাওয়া যায়নি। দেশে এখনও পর্যন্ত সাত জনের মধ্যে করোনার ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। স্পর্শে আসা মানুষজনকেও পৃথক করা হয়েছে।
এখনও পর্যন্ত ব্রিটেনে করোনার ভাইরাসের আরও দুটি বিপজ্জনক রূপ পাওয়া গিয়েছে। প্রথম বৈকল্পিকের সন্ধান পাওয়ার পরে, ২১ ডিসেম্বর ভারত সরকার ব্রিটেন থেকে আসা বিমান নিষিদ্ধ করেছিল।