Couple shot in Delhi
লড়াই ২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাতে বাড়িতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন বছর ২৩ এর এক যুবক| মৃত ব্যক্তির নাম বিনয় দাহিয়া|ঘটনাটি ঘটেছে দিল্লিতে| মৃতের সদ্য় বিবাহিত স্ত্রী এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন | এদিন রাতে ঘটে যাওয়া ঘটনার জেরে আতঙ্কিত প্রতিবেশীরা|
ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়| বিনয় ও তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে বিনয়কে মৃত ঘোষণা করা হয়|মৃতের বুকে এবং পেটে চারটি গুলি লেগেছিল | বিনয়ের বাড়ির মালিক জ্যোতি জানিয়েছেন, আমরা কোনো মানুষকেই একতলা থেকে দুতলায় উঠতে দেখিনি |বিনয়কে কেবল ওপর থেকে নিচে নেমে রাস্তার দিকে দৌড়তে দেখেছিলাম |তারপর কিছু মানুষ ওর পিছু নিয়ে ওকে গুলি করে |এরপর রাস্তার মানুষজনই পুলিশে খবর দেয় |
জ্যোতি জানিয়েছেন,আমি তখন রাতের খাবার খাচ্ছিলাম |হটাত একাধিকবার গুলি চলার শব্দ শুনে আমরা ভয় পেয়ে যাই |তারপর কয়েকজন লোককে বিনয়কে মারার জন্য ওর পিছনে ধাওয়া করতে দেখি| তিনি আরও বলেন, প্রথমে আমরা ভেবেছিলাম হয়ত কোথাও সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটেছে|পরে বুঝি গুলি চলছে|তাই ভয় পেয়ে সমস্ত দরজা জানলা বন্ধ করে দেই|
স্থানীয় সুত্রে জানা গিয়েছে ,এই ঘটনার তিন দিন আগে বিনয় এবং তার স্ত্রী জ্যোতির বাড়ির দুতলায় ভাড়া এসেছিল|তাদের সাথে কোনো জিনিসপত্র ছিল না|জিজ্ঞেস করলে তারা জানায় পরে পুরনো বাড়ি থেকে নিয়ে আসবে|বিনয় ক্যাব চালক হিসাবে এয়ারপোর্টে কাজ করত |পুলিশ সুত্রে জানাগিয়েছে , গত ১৩ আগস্ট বিনয় ও তার স্ত্রী কিরণ পরিবারের অমতে বিয়ে করেছিলেন| তারা পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের কাছে নিরাপত্তার আর্জি জানিয়াছিল |
মৃতের ফ্লাটের উল্টোদিকের ভাড়াটিয়া খুরানা জানিয়াছেন , বাড়ি থেকে অফিসের কাজ করার দৌলতে আমি রাতে জেগে থাকি দিনেরবেলায় ঘুমাই|বৃহস্পতিবার রাতে ৮.৫০ নাগাদ গুলি চলার শব্দে ভয় পেয়ে যাই |তারপর আর ঘর থেকে বেরোইনি |এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে গত রাতে আর অফিসের কাজ করতে পারিনি| তিনি বলেন ,আমি একমাস হলো এখানে এসেছি আর ওরা তিনদিন| তাই ওদের সাথে আমার কোনো কথা হয়নি|
Couple shot in Delhi