নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়াবে বলে সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। নির্দেশিকায় জানানো হয়েছে আদালতের সমস্ত সমন পাঠানো হবে ইমেইল, ফ্যাক্স এমন কি হোয়াটসঅ্যাপেও।
অ্যাটর্নি জেনারেলের আবেদনের ক্ষেত্রে প্রধান বিচারপতি এসএ বোবদে এবং বিচারপতি এ এস বোপান্না ভার্চুয়াল শুনানির নিয়ম জারি করেছেন।
এবং দেশব্যাপী লকডাউন এর কারণে সমস্তু নোটিশ আদান-প্রদানে হয়েছিল অসুবিধা,যার ফলে এই ধরনের নোটিশ পাঠানোর কাজগুলো এবার থেকে ইমেইল, ফ্যাক্স,হোয়াটসঅ্যাপে হবে।
ভার্চুয়াল শুনানীতে চলবে সওয়াল জবাব।এবং পরিস্থিতি অনুযায়ী শীর্ষ আদালত থেকে নিয়মে পরিবর্তন করতে বলা হয়েছে কাল কোর্টের বদলে গলাবন্ধ সাদা শার্ট পড়ে ও আইনজীবীরা শুনানিতে অংশ নিতে পারবেন।