দেশে নিম্নগামী সংক্রমণ, কমেছে মৃত্যুর সংখ্যাও

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

corona case updates

দিল্লি: দেশে কমেছে দৈনিক সংক্রমণ। ৭৩ দিন বাদ কমতে দেখা গেল অ্যাক্টিভ কেসের সংখ্যা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের ৬২ হাজার ৪৮০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩ জন।

এদিন দেখা গেছে নিম্নগামী মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যান অনুসারে নেমেছে ২ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যা ১৫৮৭ জন। এখনো পর্যন্ত করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জন।

আরও পড়ুন…খারাপ আবহাওয়ায় বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

প্রায় ৭৩ দিন বাদ দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬ জন। সংক্রমণের হার কমেছে ৪ শতাংশ কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৯৯৭ জন। এখনো পর্যন্ত দেশে মোট সুস্থতার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৮০ হাজার ৬৪৭ জন।

অপরদিকে, ভারতে পাওয়া গেছে কোভিডের নয়া স্ট্রেন। এতদিন পর্যন্ত ভারতে দেখা যেত কোভিডের ডেল্টা স্ট্রেন। এখন তা মিউটেশনের পর পরিণত হয়েছে ডেল্টা প্লাস স্ট্রেনে। ভারত ছাড়াও কানাডা, রাশিয়া, জাপান, সুইজারল্যান্ড, জার্মানি, নেপাল পোল্যান্ড, পোর্তুগাল ও আমেরিকায় দেখা গেছে এই ডেল্টা প্লাস স্ট্রেন।

পাবলিক হেলথ ইংল্যান্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে ৬৩ জনের শরীরে পাওয়া গেছে এই ডেল্টা প্লাস স্ট্রেন। ভারতে ১১ই জুন পর্যন্ত ৬ জনের শরীরে পাওয়া গেছে এই স্ট্রেন। এছাড়াও কানাডা, জার্মানি, রাশিয়াতেও একজন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও নেপালে ২ জন, পোল্যান্ডে ৯ জন, জাপানে ১৩ জন এবং আমেরিকায় ১৪ জন ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছে।     

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment