কোভিড পজিটিভ মিলল এবার বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার শরীরে
ঢাকা: করোনার কালো ছায়া বাংলাদেশেও ঘনীভূত হয়েছে ব্যাপক ভাবে। বেশ কয়েকদিন আগেই পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদির করোনা আক্রান্ত হওয়ার ঘটনা শোনা গিয়েছিল।
এবার সেই একই খবর শোনা যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেট টিম থেকে। করোনা আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন মাশরাফি মোর্তজা।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার থেকে তিনি অসুস্থ অনুভব করছিলেন। তাই দেরি না করেই তার নমুনা টেস্ট করা হয়। সেখানেই রিপোর্ট পজিটিভ ধরা পড়ে।
এদিন মাশরাফি জানিয়েছেন, জ্বর ছাড়া অন্য কোনও উপসর্গ তাঁর নেই। এমনিতে অ্যাজমার সমস্যা থাকলেও শ্বাস কষ্ট অনুভব করছেন না তিনি। দ্রুত আরোগ্যের জন্য তিনি সবাইকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলেছেন ৷
উল্লেখ্য, ক্রিকেটারের পাশাপাশি মাশরাফি নড়াইল-2 আসনের নির্বাচিত সাংসদও।