Barasat News
বারাসাতে বিধিনিষেধের নতুন নিয়ম, বদলে গেল বাজারের সময়
লড়াই ২৪: করোনা রুখতে সচেষ্ট বারাসত বারাসাত মহাকুমা। বিধিনিষেধের মধ্যেই এবার বারাসাতে ৬টি বাজারের ক্ষেত্রে জারি করা হল নতুন নিয়ম।
শুক্রবার থেকেই কমিয়ে দেওয়া হল বারাসাতের ৬টি বাজারের সময়সীমা। শুক্রবার থেকে সকাল সাতটা থেকে বাজার খোলা থাকবে সাড়ে দশটা পর্যন্ত।
কাছারি বাজার, বারাসত স্টেশন বাজার, হেলা বটতলা বাজার, হরিতলা বাজার, বিধান মার্কেট, ঘোলা কাজীপাড়া বাজার, এই ৬টি বাজারের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা।
জানানো হয়েছে, আগামী দুই সপ্তাহ এই নিয়ম জারি থাকবে।
Barasat News