CPIM Candidate list
কলকাতাঃ রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে আগামী ২৭ মার্চ থেকে । এবার রাজ্যে নির্বাচন হবে ৮ দফায় । রীতিমতোই নির্বাচনের প্রস্তুতি নিয়ে নড়েচড়ে বসে সব দল গুলি ।
আর কয়েকদিনের মধ্যেই দু বা তিন দফা ভোটের আসনের প্রার্থী তালিকা বের করতে চলেছে সিপিএম। এবছর সিপিএম এর তালিকায় থাকছে নানা চমক । থাকতে পারে এক ঝাঁক নতুন মুখ।
এবছর নতুন প্রজন্মের উপর আস্থা রেখেছে আলিমুদ্দিন স্ট্রিট । কেমন হবে এবারের সিপিএম-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা । জানাবো আমরা। এক নজরে দেখে নেওয়া যাক সিপিএম-এর সম্ভব্য তালিকা।
গতবারের বিধানসভা ভোটে টালিগঞ্জ থেকে দাঁড়ানো এসএফআই নেত্রী মধুজা সেন এবার ঝাড়গ্রামের প্রার্থী হতে পারেন। এর পরিবর্তে টালিগঞ্জে সিপিএমের প্রার্থী হচ্ছেন অভিনেতা দেবদূত ঘোষ। এছাড়া ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক সায়নদেব মিত্র ভোটে দাড়াতে পারেন বরানগর থেকে। হাওড়ার বালিতে সিপিএমের প্রার্থী হওয়ার জোরাল সম্ভাবনা এসএফআই-র সর্বভারতীয় নেত্রী দিপ্সিতা ধরের। এছাড়া তালডাঙায় অমিয় পাত্র, বাঁকুড়ার রানিবাঁধে দেবলীনা হেমব্রম, দেবপুরে রামেশ্বর দোলুই, মানিকতলায় রুপা বাগচি, বেলেঘাটায় রাজীব বিশ্বাস, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সৈকত গিরির প্রার্থী হওয়া প্রায় চূড়ান্ত এমনটাই খবর আলিমুদ্দিন সূত্রে। এছাড়াও নারায়ণগড় থেকে সূর্যকান্ত মিশ্রের বদলে এবার প্রার্থী হতে পারেন সিপিএম যুবনেতা তাপস সিনহা।
CPIM Candidate list