MGNREGA
দিল্লি: মনরেগা প্রকল্পে এসসি/এসটি-দের পৃথক তালিকা কেন? কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে চিঠি পাঠালেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত। সরকারি এক বিশেষজ্ঞ কমিটি মনরেগা প্রকল্পে সকল রাজ্যকে একটি পৃথক তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। সাধারণ শ্রমিক তালিকা ও এসসি/এসটি শ্রমিক তালিকা। এভাবে তালিকা ভুক্তদের মনরেগা মজুরি দেওয়া হবে। এখানেই আপত্তি তোলেন বৃন্দা কারাত।
এবার কেন্দ্রীয় বাজেট বরাদ্দের ওপর ভিত্তি করে এসসি/এসটি তালিকা নির্মাণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। চাহিদা অনুসারে শ্রম বাজেট, বাজারভিত্তিক মজুরি এবং সার্টিফিকেট প্রদানে পৃথক এই তালিকা গৃহীত হবে।
বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
তবে এবার পৃথক তালিকা মেনে মজুরি প্রদানে বঞ্ছিত হবে এসসি/এসটি-রা। এর আগেও এমন সমস্যার মুখোমুখি হয়েছে এই পিছিয়ে পড়া শ্রেণীরা। ব্যাঙ্কিং ও অ্যাকাউন্টস খোলাতেও তৈরি হবে সমস্যা। এমনটাই তার চিঠিতে জানিয়েছেন বৃন্দা কারাত।
MGNREGA