করোনা আক্রান্ত সিপিআইএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য
কলকাতা: করোনা আক্রান্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য ৷ সম্প্রতি বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ৷ তাঁর কোভিড টেস্ট করার পরেই রিপোর্টে পজিটিভ ধরা পড়ে ৷ এরপর আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি ৷ দ্রুত হোম আইসোলেশনে চলে গিয়েছেন সিপিআইএমের রাজ্যসভার সাংসদ ৷
বৃহস্পতিবার সিপিআইএমের রাজ্যসভার সাংসদ এবং কলকাতার প্রাক্তন মেয়রের কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পাওয়ার পরেই হোম আইসোলেশনে রয়েছেন বিকাশবাবু। গত কয়েক দিনে যাঁরা তাঁর কাছাকাছি এসেছেন, সুরক্ষার কথা ভেবে তাঁদের প্রত্যেককে করোনা টেস্ট করিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ।
দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হন কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান। কো-মর্বিডিটি থাকলেও তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই খবর। এর মধ্যেই বিকাশ ভট্টাচার্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।