বিশাখাপত্তনম: ভয়াবহ দুর্ঘটনা বিশাখাপত্তনমে। হিন্দুস্থান শিপইয়ার্ডে ভেঙে পড়ল আস্ত ক্রেন। এই ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নতুন আসা একটি ক্রেনের ট্রায়াল চলার সময় আচমকাই সেটি ভেঙে পড়ে। শনিবার বেলা ১২.৩০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন অন্ধ্রপ্রদেশের পর্যটনমন্ত্রী এম শ্রীনিবাসা রাও। ডিসিপি সুরেশ বাবু জানিয়েছেন, ‘বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে একটি ক্রেন ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা ১০।
অন্ধ্রপ্রদেশের সমুদ্র তীরবর্তী শহর বিশাখাপত্তনমে অবস্থিত হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। সরকার অধীনস্থ এই সংস্থায় জাহাজ তৈরি এবং জাহাজ সারানোর কাজ হয়। এছাড়া সাবমেরিন তৈরিও করে থাকে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড।