কলকাতাঃ চতুর্থ দফার শুরুতে অশান্তির টাইমলাইন ফের সেই কোচবিহারে শীতলকুচি। এবারের অশান্তির অভিযোগ কেন্দ্রীয় বাহিনী দিকে। অভিযোগ শীতলকুচির জোড় পাটকিতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী গুলিতে মৃত্যু হয় ৪ জনের। মৃত চার জন তৃণমূল সমর্থক বলে দাবি তৃণমূল কর্মীদের।
চতুর্থ দফা ভোটের সকালে শীতলকুচি গ্রামের জোড় পাটকির ১২৬ নম্বর বুথের ঘটনা। স্থানীয় সুত্রে খবর, সকাল ১০ঃ৩০ এ নাগাদ গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। গুলিবিদ্ধ হয় ৮ জন যার মধ্যে ৪ জনের মৃত্যু হয়। তড়িঘড়ি ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরেছে তৃণমূল সমর্থকেরা। নির্বাচন কমিশন কিচ্ছুক্ষন আগেই, স্বীকার করেছেন কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে।
বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, নির্বাচন কমিশনে রিপোর্ট পেশ করেছেন।রিপোর্টে তিনি উল্লেখ করেন,ঘটনা স্থলে দু দলের মধ্যে বচসা শুরু হয়, সেটা থামাতে যায় কিউআর টিম, সেখানে পরিস্থিতি খারাপের দিয়ে যেতে থাকে। গন্ডগোলের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়া হচ্ছিল।পরিস্থিতি সামাল দিতে, ও নিজের আত্মরক্ষায় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী।