বাংলাদেশ সীমান্ত থেকে গম ভর্তি প্রায় ১৭০টি ট্রাক আটক করল শুল্ক দফতর
বসিরহাট,বিশ্বজিৎ দাস: উত্তর ২৪ পরগনার জেলার বসিরহাটে ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে ২৭০টি গম ভর্তি ট্রাক বাংলাদেশ যাচ্ছিল। যাওয়ার আগে শুল্ক দফতরের চেকিং এর সময় ধরা পড়ে।
ট্রাকচালকদের কাছে ম্যানুফ্যাকচারিং তারিখের বৈধ কাগজপত্র ছিল না। তারপর বৈধ কাগজপত্র আনার জন্য তাদেরকে ডেকে পাঠানো হয়। পাশাপাশি, জানা গিয়েছে এই গম রপ্তানি করা ব্যবসায়ীদের বাড়ি মালদা, মুর্শিদাবাদ, হাবরা, অশোকনগর, বারাসাত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।
বনগাঁর এক ব্যবসায়ী ও ঘোজাডাঙা সীমান্তের আমদানি-রপ্তানি সংস্থার সম্পাদক জানান, যেখান থেকে মাল কেনা হয়েছে তার ভাউচার আছে। বাংলাদেশ থেকে এল সি বৈধ কাগজপত্র রয়েছে, ট্রাক লোডিং এর ছাড়পত্র রয়েছে। এর সমস্ত কাগজপত্র বসিরহাট থানা ও শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছি।
শুল্ক দফতর সূত্রের খবর যে, ট্রাকভর্তি গম বাংলাদেশ যাচ্ছিল সেইগুলো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার লোগো রয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এবিষয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ভিন রাজ্য পাঞ্জাব, হরিয়ানা থেকে গম পাচার করে নিয়ে এসেছে। এটা পাবলিকের গম পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে পাচার করার উদ্দেশ্য ছিল। পুলিশ ও শুল্ক দফতর হাতে আটক হয়েছে। এখন উপযুক্ত নথিপত্র দেখাতে পারেনি কেউ।