গাছের ডাল মাথায় পরে মৃত্যু সাইকেল আরোহীর
নদিয়া: ঘূর্ণিঝড় আম্ফানে গাছের ডাল কিছুটা ভেঙে গিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ঝুলতে থাকা সেই গাছের ডাল মাথায় পড়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর।
ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার হিজুলী হাই স্কুলের সামনে। মৃতের নাম রাজু দেবনাথ, বয়স ৩৯ বছর। মৃতের বাড়ি হিজুলীর অন্নপূর্ণা কলোনী এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে সাইকেল চালিয়ে ঐ ব্যক্তি তাঁর বাড়িতে যাচ্ছিলেন। স্থানীয় একটি আশ্রমের কাছে একটি গাছের ঝুলন্ত ডাল আচমকাই তাঁর মাথায় পরে।
গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থা আরও আশংকাজনক হলে তাঁকে কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হল। শুক্রবার রাতেই হাসপাতালে মারা যান তিনি।