কলকাতাঃ আম্ফান ঘুর্ণিঝড়ের একবছর হতে না হতেই রাজ্যে ফের ঘুর্ণিঝড়ের আবির্ভাব। বৃহস্পতিবার রাতে ঘূর্ণি ঝড়ে লণ্ডভণ্ড দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের একাধিক এলাকা।ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ২৩ কিলােমিটার,আবহাওয়া দপ্তর সুত্রে খবর।
বৃহস্পতিবার রাতে আসা ২০-৩০ মিনিটের ঝড়ে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল কুমারগঞ্জের খাসপাড়ার এক বৃদ্ধার । মৃতের নাম মেলছে সরেন। পরিবারের বাকি সদস্যরাও জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। এছাড়াও ঝড়ে এলাকার একাধিক বাসিন্দারাও জখম হয়েছেন।
এদিন ঘূর্ণি ঝড়ে এলাকার বহু কাঁচা বাড়ি ঘর ভেঙে পড়েছে । গাছপালা ভেঙে বন্ধ রাস্তাঘাট । ইলেক্ট্রিকের খুঁটি পড়ে কুমারগঞ্জে বহু এলাকায় বিদ্যুৎ সংযােগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গাছ পড়ে যােগাযােগ ব্যবস্থা বিচ্ছিন্ন ৫১২ নং জাতীয় সড়কের।
এছাড়া আজ ও কাল আকাশে মুখ ভার থাকবে বলে জানায় হাওয়া অফিস।আজকেও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। নদিয়া,উত্তর ২৪ পরগণা, হুগলি প্রভৃতি জেলায় বিকালের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস