সাইক্লোনে খড়কুটোর মতো ভেঙে পড়ল মোবাইল টাওয়ার
মুম্বই: ভয়ঙ্কর ঘূর্ণিঝড় টাউতের প্রভাবে মহারাষ্ট্র ও গুজরাতের একাধিক এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে৷ সোমবার রাতে সৌরাষ্ট্রের তটভূমিতে আছড়ে পড়ে এই ঝড়৷ এর দরুণ ১৮৫ কিলোমিটার গতিতে হাওয়া বইছে৷
মহারাষ্ট্রের কোঙ্কন ক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদ ঘটনা ৬ জনের মৃত্যু হয়েছে আর ২ টি নৌকা ডুবে গেছে৷ তার জন্য ৩ জন নাবিক নিখোঁজ৷
একাধিক ভিডিও ভাইরাল হয়েছে এই ভয়ানক সাইক্লোনের৷ তারমধ্যে একটি ভিডিও সোমনাথের৷ সেখানে ৯ সেকেন্ডের একটি ভিডিও৷
এই ভিডিওটিতে দেখা যায় গিয়েছে, হাওয়ার প্রবল দাপটের আন্দাজ পাওয়া যাচ্ছে৷ চোখের নিমেষে একটি মোবাইল টাওয়ার যেন খড়কুটোর মতো ভেঙে গেল৷
সোমনাথ ও গিরের এলাকার এই ভিডিও এলাকার মানুষের মধ্যে ত্রাস তৈরি করেছে ৷ তবে এটা সঠিকভাবে কোন শহরের তা অবশ্য চিহ্নিত করা যায়নি৷
প্রসঙ্গত উল্লেখ্য,এর আগে ৯ জুন ১৯৯৮ সালে গুজরাতে সাইক্লোন আছড়ে পড়ে যার থেকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল৷ সেই সময় প্রচুর লোক মারা গিয়েছিল৷ বিশেষ করে কান্ডলা বন্দর এলাকায় সর্বাধিক ক্ষতি হয়েছিল৷ সরকারিভাবে মৃতের সংখ্যা ১১৭৩, আর নিরুদ্দেশ হয়েছিল ১৭৭৪ জন৷