কলকাতাঃ বছর ঘুরতে না ঘুরতেই ফের বিপদের সংকেত। আম্ফানের পর আবার বঙ্গের দিকে ধেঁয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘টাউকটে’। আবহাওয়া দপ্তর সুত্রে খবর, আগামী এপ্রিল মাসেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়টি।
বঙ্গোপসাগরে বুকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।এবং এই ঘূর্নিঝড় সমতলের বুকে আছড়ে পড়তে পারে এপ্রিল মাসের ৩ থেকে ৪ তারিখের মধ্যে।এই ঝড় আম্ফান এর মতই শক্তিশালী হতে পারে, এমনটাই আশঙ্কা করছে মৌসুম ভবন।
এই ঝড়ের নির্দিষ্ট গতিপথ এখনও পর্যন্ত জানা যায়নি আবহাওয়া দপ্তর সুত্রে খবর । কিন্ত ওড়িশা, মায়ানমার এর মধ্যবর্তী কোন একটি জায়গায় এবং পশ্চিমবঙ্গের উপর আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় এমনটাই আশঙ্কা করছেন হাওয়া অফিস।
টাউকটের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিমি। সর্বোচ্চ গতিবেগ পারে ৮৫ কিমি। কিন্তু কিছু আবহাওয়াবিরা দাবি করেছেন যে,এই ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ১৫০ কিমির বেশি যা আম্ফানের মতো সমান গতিবেগের।