cyclone yash update
কলকাতা: একদিকে ‘যশ’এর সতর্কবার্তা। অন্যদিকে প্রচন্ড ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। রবিবার দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাল আবহাওয়া দফতর (West Bengal Weather Update)।
সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে যশ। এর পরের ২৪ ঘণ্টায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৬ মে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে সেই ঝড় আছড়ে পড়বে বলে জানা যাচ্ছে। ঘূর্ণীঝড় ‘যশ’ এর শক্তিও হবে আমফানের মতোই। ২৬ মে সন্ধ্যার দিকে স্থলভাগে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়।
সমুদ্রে থাকা মৎস্যজীবীদের আজকের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করতে প্রশাসনের তরফে আগে থেকেই মাইকে চলছে প্রচার। তৈরি রাখা হয়েছে এনডিআরএফ-কে। সেইসঙ্গে সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ারও কাজ চলছে।
আরও খবর – সিঙ্গাপুরে বিশেষ শিশুদের টিকার ব্যবস্থা করলেন ঋতুপর্ণা (Rituparna)
শনিবার বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলির ডিএম এবং এসপি, কেন্দ্র ও রাজ্যের সমস্ত সিনিয়র অফিসারদের সঙ্গে ব্যাপক পর্যালোচনা করেছেন বলে আশ্বস্ত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।মমতা টুইটবার্তায় জানিয়েছেন, সমস্ত সরকারি কর্তাকে নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে ঘূর্ণিঝড় ও বন্যার আশ্রয়কেন্দ্রকে প্রস্তুত রাখা, অবিলম্বে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য এবং উপকূলীয় ও নদীর তীরবর্তী এলাকাগুলির মানুষদের নিরাপদ এলাকায় দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অগ্রিম পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
cyclone yash update