অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির সুখবর
অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়ানোর ঘোষণা করতে পারে। পুজোর আগেই এই সুখবর আসার সম্ভাবনা রয়েছে।
কত শতাংশ বাড়বে ডিএ?
প্রতিবেদন অনুযায়ী, এই বছর দ্বিতীয়বারের জন্য ডিএ ৩% থেকে ৪% বাড়ানোর কথা ভাবা হচ্ছে। তবে ৩% বাড়ার সম্ভাবনাই বেশি। গত ১ জুলাই থেকে এই বৃদ্ধির প্রভাব কার্যকর হবে, যার ফলে সরকারি কর্মীরা এরিয়ারও পাবেন।
ডিএ বৃদ্ধির নিয়ম
কেন্দ্রীয় সরকার প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে কর্মীদের ডিএ বাড়ায়। মার্চ মাসে সর্বশেষ ৪% বৃদ্ধি হয়েছিল, যা ৫০% হয়ে গিয়েছিল। এবার ডিএ বাড়লে তা ৫৩-৫৪% পৌঁছাতে পারে।
অন্য সুবিধাগুলো
ডিএ বৃদ্ধির পাশাপাশি সরকার রেয়াতযোগ্য ভাড়া, কম্যুটেশন এবং প্রবীণ নাগরিকদের জন্য রেল ভাড়ায় ছাড়ের বিষয়েও আলোচনা করছে। তবে ডিএ ৫০% হওয়ার পরও বেসিক বেতনের সঙ্গে কোনো পরিবর্তন হবে না। অষ্টম পে কমিশন গঠন না হওয়া পর্যন্ত বর্তমান পদ্ধতি বজায় থাকবে।