লড়াই ২৪ ডেস্ক: শুক্রবারের তুলনায় দেশে ফের কিছুটা কমলো করোনা সংক্রমণ। বিগত পাঁচদিন ধরে করোনার দৈনিক সংক্রমণ রয়েছে ৫০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১১১ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৭,৪৭৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট মোতাবেক, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনার জেরে মৃত্যু হয়েছে ৭৩৮ জনে।
বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২ হাজার ৩৬২ জন। এর মধ্যে অবশ্য সেরে উঠেছেন ২ কোটি ৯৬ লাখ ৫ হাজার ৭৭৯ জন। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ৫৩৩ জন। গতকাল দেশে মোট করোনা মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ৪ লাখ। এতদিনে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৫০ জনের।
আরও পড়ুন…দেশে করোনায় মৃত্যু পেরোল ৪ লক্ষ
করোনার সঙ্গে মোকাবিলায় ভ্যাকসিনই মূল অস্ত্র। দ্রুত টিকাকরণ মাধ্যমে তৈরি করা যেতে পারে করোনামুক্ত ভারত, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। অদ্যবধি দেশে মোট টিকাকরণের সংখ্যা ৩৪ কোটি ৪৬ লক্ষ ১১ হাজার ২৯১ জন। তৃতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার আগেই টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। দেশের হাতে করোনার সাথে লড়ার জন্য ফের এক নয়া টিকা চলে এসেছে। ভারতে জরুরী ভিত্তিতে তাঁদের তৈরি ভ্যাকসিন ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে অনুমোদন চেয়েছে Zydus Cadila। দেশে বছরে ১২০ মিলিয়ন ডোজ দেওয়া পরিকল্পনা নিয়েছে তাঁরা।
DGGI-এর অনুমোদন মিললেই পঞ্চম টিকা হিসাবে ব্যবহার হবে Zydus Cadila।