Corona Case Updates
দিল্লি: নিম্নগামী দৈনিক সংক্রমণ। টানা ৪৪ দিন পর দেশে কমলো দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩,৬৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৪৫৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৭৫,৫৫,৪৫৭। গোটা দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩,১৮,৮৯৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩,৮৩,১৫২।
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিপর্যয় পরবর্তী বৈঠকে সঙ্গে থাকছেন রাজ্যপাল
এর আগে বুধবার দৈনিক সংক্রমণ ছিল ২,১১,২৯৮ জন। মৃতের সংখ্যা ছিল ৩,৮৪৭ জন।
দেশে করোনাকে সম্পূর্ণরূপে রুখতে গেলে প্রয়োজন দ্রুত টিকাকরণ। ২৭-এ মে পর্যন্ত দেশে মোট টিকাকরণের সংখ্যা ২০ কোটি ৫৭ লক্ষ ৬৬০। গত ২৪ ঘণ্টায় এই টিকাকরণের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ২৯ লক্ষ ১৯ হাজার ৬৯৯। এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৩৩ কোটিরও বেশি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০ লক্ষ ৭০ হাজারেরও বেশি। তার মধ্যে পজিটিভিটি রেট ৮ শতাংশ।
Corona Case Updates