দিল্লি: দেশে স্বস্তির পরিস্থিতি। ৮২ দিন বাদ কমলো সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৫৮১ জন। গত দিনে এই সংখ্যাটা ৪২ হাজারে নেমে গিয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৮১৭ জন। তবে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা হারও। ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪ জন। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৫৮ জন।
আমেরিকার পর ভারতে এবার মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়ালো ৩ কোটির গন্ডি। বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন। দেশে বর্তমানে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৮৫৫ জন। সুস্থতার হার ৯৬.৫৬ শতাংশ। দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জন।
আরও পড়ুন…..কর্মসংস্থানে এগিয়ে বাংলা, পিছনে ফেলে দিল গুজরাট, কেরলকে
করোনার তৃতীয় ঢেউ রুখতে বড় অস্ত্র টিকাকরণ। ২১ জুন প্রতিশ্রুতি মতোই গোটা দেশে মোট টিকাকরণ হয় ৮৬ লক্ষেরও বেশি। কিন্তু তারপরের দিনই এই টিকাকরণের সংখ্যা ফের পড়ে যায়। ২২ জুন দেশে মোট টিকাকরণ হয় ৫৮.২২ লক্ষের কাছাকাছি।
উদ্বেগ বাড়িয়ে ভারতে তিন রাজ্যে মিলেছে ডেল্টা ভাইরাসের জীবাণু। মহারাষ্ট্র, কেরালা, মধ্যপ্রদেশকে সতর্ক করেছে স্বাস্থ্যমন্ত্রক। কনটেনমেন্ট জোন বৃদ্ধি করে, টেস্টিং ও ট্র্যাকিং-এর ওপর জোর দিতে বলা হয়েছে।