অবশেষে ভক্তদের জন্য খুলছে দক্ষিণেশ্বর মন্দির
দক্ষিণেশ্বর: করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন শুরু হতেই বন্ধ করে দেওয়া হয় সমস্ত প্রতিষ্ঠান। আনলক ফেজ ওয়ানে ধর্মীয় প্রতিষ্টান খোলার অনুমতি দেওয়া হয়েছে অনেক আগেই।
তবে, দক্ষিণেশ্বর মন্দির কতৃপক্ষের তরফে কিছু দিন সময় চেয়ে নেই খোলার জন্য। অবশেষে জানা যাচ্ছে, শনিবার অর্থ্যাৎ ১৩ জুন খুলছে দক্ষিণেশ্বর মন্দির।
যার ফলে এবার দেবীদর্শন করতে পারবেন ভক্তরা। তবে, মানতে হবে একাধিক স্বাস্থ্যবিধী ও নির্দেশিকা। মন্দির কতৃপক্ষের তরফে জানানো হয়েছে। আগের মতোই পুজো দিতে পারবেন ভক্তরা। তবে দূরত্ব বাজিয়ে রেখে। সাথে মানতে হবে স্বাস্থ্যবিধীও।
উল্লেখ্য, সরকারের তরফে ধর্মীয় স্থান খোলার অনুমতি মিললে অনেক মন্দিরই খুলে যায়। তবে সতর্কতা অবলম্বনের জন্য সাথে সাথেই খোলেনি দক্ষিণেশ্বর মন্দির। এবার মন্দির খুলে যাওয়াতে সেই সতর্কতকে কঠোর ভাবে অবলম্বন করার কথা জানান মন্দির কতৃপক্ষ।