৫২টি চিনা অ্যাপের মাধ্যমে হতে পারে তথ্য চুরি: ভারতীয় গোয়েন্দা সংস্থা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

৫২টি চিনা অ্যাপের মাধ্যমে হতে পারে তথ্য চুরি: ভারতীয় গোয়েন্দা সংস্থা

দিল্লি: দেশজুড়ে বিদেশী পণ্য বর্জনের ডাক উঠেছে। বিভিন্ন প্রান্ত থেকে এমন বিচ্ছিন্ন ঘটনা সামনে আসছে। এরই মধ্যে ইন্দো-চায়না সীমান্ত সংঘর্ষ। যার ফলে নিহত ২৪ ভারতীয় জাওয়ান।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

ফলে এবার সেই বিদেশী পণ্যের তালিকায় একেবারে শীর্ষে উঠে এল চিনা পণ্য। ফলে দেশের সর্বত্র থেকে জি জিনপিং এর কাশপুতুল পড়ানো থেকে শুরু করে, চিনা পণ্য বর্জনের ডাক গর্জে উঠেছে।

এবার সেই গর্জনের ঘী তে আগুন ঢালল ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট। গোয়েন্দা সংস্থার তরফে ৫২ টি চিনা অ্যাপকে নির্দিষ্ট করা হল, যে গুলি বিপজ্জনক।

অর্থ্যাৎ এর থেকে জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ার পাশাপাশি, ব্যবহার কারীর ব্যক্তিগত তথ্য চুরির ঘটনাও ঘটতে পারে বলে সন্দেহ। এই ৫২ টি অ্যাপকে তাই নিষিদ্ধ অথবা ব্যবহারকারী কে ব্যবহার করতে নিষেধ করার পরামর্শ দিল ভারতীয় গোয়েন্দা সংস্থা।

অ্যাপ গুলি হল —
TikTok, Vault-Hide, Vigo Video, Bigo Live, Weibo, WeChat, SHAREit, UC News, UC Browser, BeautyPlus, Xender, ClubFactory, Helo, LIKE, Kwai, ROMWE, SHEIN, NewsDog, Photo Wonder, APUS Browser, VivaVideo, CM Browser, Virus Cleaner (Hi Security Lab), Mi Community,

DU recorder, YouCam Makeup, Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser, DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah, CacheClear DU apps studio, Baidu Translate, Baidu Map, Wonder Camera, ES File Explorer,

QQ International, QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music, QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings, Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment