কলকাতাঃ জীবনের প্রথম ভোট দিতে এসে আর বাড়ি ফেরা হল না এক কিশোরের। চতুর্থ দফার নির্বাচন শুরুতেই কোচবিহারের শীতলকুচি গ্রামে ভোটের লাইনে দাঁড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক কিশোরের। মৃত কিশোরের নাম আনন্দ বর্মণ। মৃতের পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে।ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন।
ঘটনার অভিযোগ সম্পুর্ন অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনায় আটক দুই। কিশোর ও কিশোররে পরিবার বিজেপি সমর্থক বলে দাবী করে তারা। পরিবার সুত্রে জানা যায়,পাঠানটুলি শালবাড়ির ২৮৫ নম্বর বুথে সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন তাঁরা। সবে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ওই কিশোর । সেই সময় আচমকাই তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে ঝামেলা বাধে। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দু’পক্ষই। সেই গুলি গিয়ে আনন্দে পিঠে লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
আনন্দের পরিবার গোটা ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুললেও, স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, এই ঘটনা সম্পুর্ন বিজেপি-র গোষ্টিদ্বন্দ্বেরই ফল।
এই ঘটনায় গোটা এলাকা উত্তপ্ত হয়ে পরে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে ব়্যাফ । ঘটনায় জমায়েত সরাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ ৷ এক্ষেত্রে তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিজেপি-র হয়েই কাজ করছে