আলিপুরদুয়ার: রায়মাটাং চা বাগানে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় চা বাগান এলাকা। প্রাথমিক তদন্তে বন দফতরের ধারণা, অন্য একটি হাতির সঙ্গে সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার চা বাগানের পাঁচ নম্বর সেকশনে হাতিটির মৃতদেহ পাওয়া যায়। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত হাতিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও নবীকান্ত ঝা জানিয়েছেন, “ময়নাতদন্তের পরেই হাতির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্য কোনো হাতির সঙ্গে লড়াইয়ের জেরে এই ঘটনা ঘটেছে।”
আরও পড়ুন:
* হাতির মৃত্যুর কারণ: ময়নাতদন্তের পরে হাতির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
* কোথায় পাওয়া গিয়েছিল: রায়মাটাং চা বাগানের পাঁচ নম্বর সেকশনে হাতির মৃতদেহ পাওয়া গিয়েছিল।
* কী ধরনের হাতি: মৃত হাতিটি একটি স্ত্রী হাতি।
এই ঘটনাটি বন্যপ্রাণী সংরক্ষণের দিক থেকে উদ্বেগের কারণ।