২০২০এর শেষ লগ্নে মাত্র ৯৮ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন বিশ্বখ্যাত ফরাসী ফ্যাশন ডিজাইনার পিয়ের কার্দাঁ। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার পশ্চিম প্যারিসের নিউইলি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিয়ের। ফ্রেঞ্চ অ্যাকাডেমি অব ফাইন আর্টসের তরফেও পিয়েরের মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে।
১৯২২ সালে উত্তর ইতালির ভেনিসের কাছে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ১৭ বছর বয়সে এক দর্জির সহকারী হিসাবে জীবন শুরু করেন। খুব অল্প দিনেই মেয়েদের পোশাক তৈরিতে দক্ষ হয়ে উঠেছিলেন পিয়ের।
এরপর তিনি ১৯৪৭ সালে প্যারিসে এসে তিনি পরিচালক জাঁ ককতোর সিনেমা বিউটি অ্যান্ড দ্য বিস্টের ডিজাইনার হিসাবে মন্ত্রমুগ্ধকর সেট ও পোশাক তৈরি করেন, জা তাঁর জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়। খুব তাড়াতাড়ি নিজেই হয়ে উঠলেন এক ফ্যাশন ব্র্যাণ্ড। ১৯৫০এ তিনি তৈরি করেন নিজের ফ্যাশান লেবেল। ১৯৫৪তে তিনি তৈরি করেন কিংবদন্তী বাবল পোশাক। ১৯৬০-৭০ এর দশকের আঁভা গার্দ শৈলীর জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিলেন পিয়ের। প্রথম ফরাসী ডিজাইনার হিসেবে তিনি ১৯৭৯তে চীনের সঙ্গেও যোগসূত্র স্থাপন করেন। তিনিই প্রথম ডিজাইনার যিনি মস্কোর রেড স্কোয়ারে ফ্যাশান শোয়ের আয়োজন করে্ছিলেন, যাতে দর্শক হয়েছিল প্রায় ২ লক্ষ। এই মৃত্যুতে শোকস্তব্ধ ফ্যাশন জগত। শুধুমাত্র একজন ফ্যাশন ডিজাইনারের গণ্ডীতে আটকে ছিলেন না পিয়ের। তাই তাঁর মৃত্যু শুধু এক ফরাসি ডিজাইনারের মৃত্যু নয়, একে আধুনিক ফ্যাশন বিশ্বের এক বিরাট ক্ষতি বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, তাঁর ধৈর্য্যশীল উচ্চাকাঙ্ক্ষার জন্য এবং সারাজীবন তিনি যে সাহস দেখিয়েছেন তার জন্য তাঁরা গর্বিত ৷
ফ্যাশন যে কেবল নারীদের বিষয় নয়, পুরুষেরও সমানাধিকার রয়েছে তাতে, সেই ধারণাটি তৈরির পিছনে যে মানুষটির ভূমিকা সর্বাধিক তাঁর নাম পিয়ের কার্দাঁ, পুরুষের ফ্যাশন নিয়ে তাই আজ বিশ্বজুড়ে এত হইচই।