লড়াই ২৪ ডেস্ক: চারিদিকে জল কাদা থইথই। বন্যায় বিধ্বস্ত ঘাটাল ও ঘাটালের বাসিন্দারা। কিন্তু এই অসহায় পরিস্থিতিতে তারা একা নয়। পাশে আছে তাদের ঘরের ছেলে দীপক অধিকারী ওরফে দেব। বুধবার এই বন্যা বিধস্ত ঘাটাল পরিদর্শনে গেছিলেন তিনি। ত্রান সামগ্রী বিলি করার পাশাপাশি দুর্গতদের সঙ্গে আলাদা ভাবে কোথা বললেন তৃণমূলের এই তারকা সাংসদ। তবে এসবের মাঝেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁর একটি ছবি। যথারীতি তাঁর মানবিকতায় মুগ্ধ হয়ে পড়ে নেটদুনিয়া।
জল কাদার মধ্যেই খালি পায়ে দাঁড়িয়ে তিনি। ভুলে গেছেন সকল সেলিব্রিটি সুলভ আচরণ। কথা বলছেন সেখানকার মানুষদের সঙ্গে। শুনছেন তাদের অভাব-অভিযোগের কথা। ঘরের ছেলেকে সামনে পেয়ে আপন মনে তারাও বলছেন তাদের মনের কথা, তাদের বেদনার কথা। দেবের এই মানবিক অবতার যে নতুন কোনো ঘটনা নয় তা জানেন তাঁর অনুগামিরা। গত অতিমারি জুড়ে বহু জায়গায় দেখা যায় তাঁর মানবিকতার চিত্র। তবে সর্বোপরি তাঁর কাছে তার ঘাটাল।
আরও পড়ুন…………পুজোতেও কি ঘরবন্দি থাকতে হবে? কী বলছে স্বাস্থ্যমন্ত্রক
প্রসঙ্গত, এদিন নৌকা করে পৌঁছন ঘাটালে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ দাগতেও দেখা যাচ্ছে তাঁকে। জলমগ্ন এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখে তার সাফ বক্তব্য, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন মনে হয় না ঘাটাল মাস্টার প্ল্যান সফল হবে। তাই এই প্ল্যানকে সফল করতে গেলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী করতে হবে।’
মোদী সরকারের বিরুদ্ধে তোপ উগড়ে দিতে দেখা যায় দেবকে। এদিন তিনি বলেন, ‘ভোটের আগে অনেকেই এসেছিল, বলেছিল সোনার বাংলা গড়বে। এই করব, সেই করব। কিন্তু ভোটের পর আর কারোর কোনো হদিশ নেই।’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘এতদিন ধরে চিঠি দেওয়ার পরও যদি কারোর ঘুম না ভাঙে, শুধু নির্বাচনের সময় রাজ্যে এসে বড় বড় কথা বলে যান। সেটা দুঃখজনক।’