একনজরে নির্বাচনে তৃণমূলের তরুণ মুখ
কলকাতা: ৮০ বছরের ঊর্ধ্বে এবারের নির্বাচনে কোনো প্রার্থীই টিকিট পাবেন না, একথা আগেই জানানো হয়েছে তৃণমূলের তরফে। সেই জায়গায় আসতে চলেছে একাধীক তরুণ মুখ।
প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারেন কারা:
সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী, বাসন্তীর বিধায়ক গোবিন্দ নস্কর, হাওড়া দক্ষিণের বিধায়ক ব্রজমোহন মজুমদার। এঁদের প্রত্যেকের বয়স ৮০-র ওপরে।
তরুণ মুখের চমক:এখনও পর্যন্ত রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে দেবাংশু ভট্টাচার্যকে এবার বালির আসন থেকে এবং উত্তর ২৪ পরগনার কোনও একটি আসনের জন্য তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম থাকতে পারে।
আসনের তালিকায় তারকারা:এবারের ভোটে টলিউড যেন দ্বিমুখী হতে শুরু করেছে। একদল ঝুঁকছে বিজেপির দিকে তো আরও একদল ঝুঁকছে তৃণমূলের দিকে। তৃণমূলের এমন তারকা সমাবেশ থেকে নির্বাচনে কাদেরকে প্রার্থী করা হতে পারে সে নিয়ে এখনও অব্দি কিছু জানা গেলেও, সূত্র মারফত খবর অনুযায়ী একাধিক তারকাকে এবারের নির্বাচনে প্রার্থী করবে তৃণমূল।