WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলকাতা –  গত রবিবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সৌরভের বৈঠককে ঘিরে রাজনৈতিক জাল্পনা তুঙ্গে উঠেছিল । এবার তা আরো জোরদার হল। সোমবার প্রয়াত প্রাক্তন  কেন্দ্রীয়  মন্ত্রী অরুণ জেটলির ৬৮তম জন্মদিন উপলক্ষে ডিডিসিএ – তে   তাঁর মূর্তি  উন্মোচন করা  হবে । এই  অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বোর্ড সভাপতি হিসেবে উপস্থিত বিসিসিআই -এর সভাপতি   থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ঘটনাকে ঘিরেই দেখা দিয়েছে রাজনৈতিক চাঞ্চল্য।  পাশাপাশি এই অনুষ্ঠানে  উপস্থিত  থাকার কথা বিজেপি  সাংসদ  প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর , প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগের  মত প্রাক্তন ক্রিকেটারদের৷

          তবে অমিত শাহের সঙ্গে একমঞ্চে থাকলেও দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনও বৈঠকে তিনি বসছেন না বলেই স্পষ্ট করে দিয়েছেন তিনি।  এ দিন দিল্লি রওনা দেওয়ার আগে তাঁকে ঘিরে জল্পনা উড়িয়ে সৌরভ বলেন, ‘কারও সঙ্গে আমি দেখা করতে পারি না?’

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

          সৌরভকে নিয়ে জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, শুধু সৌরভ কেন, ‘যে কোনও সফল ব্যক্তিত্বকেই বিজেপি-তে স্বাগত৷’

           অরুণ জেটলির এই মূর্তি উন্মোচন নিয়ে শুরু হয়েছে বিতর্ক । এ নিয়ে  বিষেণ সিং বেদি ক্ষোভ প্রকাশ করে ডিডিসিএ সভাপতি  জেটলিপুত্র রোহন জেটলিকে চিঠি লিখেছেন। স্পষ্ট জানিয়েছেন, তিনি ডিডিসিএ’‌র সদস্যপদ ছাড়ছেন। অবিলম্বে তাঁর নামও যেন স্ট্যান্ড থেকে সরানো হয়, নাহলে আইনি পদক্ষেপও করবেন।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার