Delhi Lockdown
দিল্লি: রাজধানীতে ফের বাড়ানো হল লকডাউন। যদিও তারই মধ্যে চালু করা হয়েছে মেট্রো। জানা গিয়েছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। তারই সঙ্গে লকডাউনে কিছু বিধিনিষেধ ও শিথিলতা আনলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন, ‘তৃতীয় ঢেউয়ের জন্য তৈরি দিল্লি’।
এদিন মুখ্যমন্ত্রী জানান, জোড় ও বিজোড় সংখ্যা খোলা হবে রাজ্যের সমস্ত দোকানপাট ও শপিং মল। এছাড়াও সরকারি ও বেসরকারি অফিসগুলির জন্যও নয়া পরিকল্পনা এনেছে কেজরিওয়াল সরকার। বেসরকারি অফিসে উপস্থিত থাকতে পারবেন ৫০ শতাংশ কর্মী। অপরদিকে সরকারি অফিসে গ্রুপ-A জন্য ১০০ শতাংশ এবং গ্রুপ-B কর্মীদের জন্য ৫০ শতাংশ উপস্থিতি নির্ধারিত করা হয়েছে।
মনরেগা প্রকল্পে এসসি/এসটি পৃথক তালিকা কেন? চিঠি পাঠালেন বৃন্দা কারাত
প্রসঙ্গত, দিল্লি ছাড়াও তামিলনাডু সরকারও রাজ্যে বৃদ্ধি করলো লকডাউনের মেয়াদ। আগামী ১৪ই জুন অবধি চলবে এই লকডাউন।
Delhi Lockdown