petrol price
লড়াই ২৪ : করোনা কালের শুরু থেকে দেশে পেট্রোল ও ডিজেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছিল। ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামেও বৃদ্ধি দেখা দেয়। দীপাবলির আগে মানুষকে স্বস্তি দিতে উৎপাদন শুল্ক কিছুটা ছাঁটাই করেছিল কেন্দ্র। এরপর দেশের ২০ টি রাজ্যে ভ্যাট কমানো হয়েছে।
কেন্দ্র সরকার দীপাবলির আগের দিন পেট্রোল ও ডিজেলে উৎপাদন শুল্ক কিছুটা কমায়। তারপর কিছুটা দাম কমে পেট্রোল ও ডিজেলের। এরপর বেশ কয়েকটি রাজ্যও ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয়। ফলে ওই রাজ্যগুলিতে আরও কিছুটা কমে পেট্রোল ও ডিজেলের দাম।পশ্চিমবঙ্গে অবশ্য পেট্রোল ডিজেলের দামের উপর ভ্যাট কমানো হয়নি। আর এ জন্য সরকারের সমালোচনা করেছে বিজেপি ও কংগ্রেসের মতো বিরোধী দলগুলি। তারা রাজ্য সরকার কেন শুল্ক ছাঁটাই করছে না, সেই প্রশ্ন তুলেছে।
বুধবার পেট্রোলের দাম আরও 8 টাকা কমিয়ে দিল দিল্লি সরকার । সে রাজ্যে পেট্রোলের উপর থেকে 30 পার্সেন্ট থেকে কমে 19.40 পার্সেন্ট করা হয়েছে। আজ মধ্যরাত থেকেই এই নয়া দাম কার্যকর হবে। বিজেপি শাসিত রাজ্য না হলেও সাধারণ মানুষের কথা ভেবে ভেবে দাম কমালো দিল্লি সরকার।
এবার প্রশ্ন উঠতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার কেন এখনো দাম কমাতে পারল না পেট্রোলের।
petrol price

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন