WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Delhi allows home delivery of alcohol

দিল্লি: মদ প্রেমীদের কাছে এই খবর ভীষণ আনন্দের। এবার ঘরে বসেই পেয়ে যাবে এদেশীয়, ভিনদেশীয় ইত্যাদি মদ। শুধু একটিবার টিপে দিতে হবে আপনার হাতে থাকা মোবাইলটি, ব্যস! আপনার মন মরজি জিনিস চলে আসবে আপনার হাতের কাছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

মঙ্গলবার, এমনই একটি নির্দেশিকা জারি করলো দিল্লি সরকার। ঘরে বসে একটি অনলাইন পোর্টাল অথবা মোবাইল অ্যাপ মাধ্যমে অর্ডার করে দিলেই দিল্লির যে কোনো প্রান্তে পৌছে যাবে ডেলিভারি বয়-রা।

Corona Case Updates: ৫৪ দিন পর কমলো দৈনিক মৃতের সংখ্যা

দিল্লির এক্সাইজ বিধি অনুসারে, শুধুমাত্র এল-১৩ লাইসেন্স ব্যবহারকারী ব্যাক্তিই ঘরে ঘরে মদ ডেলিভারি করতে পারবে। এই বিধিতে আরও বলা হয়েছে যে, মোবাইল অ্যাপ বা পোর্টাল মাধ্যমে করা অর্ডার শুধুমাত্র বাড়িতেই পাঠানো যাবে। কোনো অফিস, হোস্টেল ও ইনস্টিটিউট থেকে অর্ডার করা যাবে না।

Delhi allows home delivery of alcohol

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার