কমছে শ্রমিক স্পেশাল ট্রেনের চাহিদা, ফেরানো হয়েছে বেশিরভাগ পরিযায়ী শ্রমিকদের: রেল মন্ত্রক
নিউদিল্লি: করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন লাগু হতেই দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েন ভীন রাজ্যের শ্রমিকরা। দীর্ঘদিন কর্মহীম হয়ে আটকে থাকায়, নিজেদের রুজি-রুটি ও রোগের ভয়ে তারা বাড়ি ফিরতে মরিয়া হয়ে উঠেছিল।
জীবনের ঝুঁকি নিয়ে কোথাও হেঁটে তো কোথাও লরিতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় একদল পরিযায়ী শ্রমিকের দল। যার ফলে একাধিক অমানবিক ঘটনাও জনসম্মুখে উঠে আসে।
তবে, এসবের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে চালানো হয় একাধিক শ্রমিক স্পেশাল ট্রেনও। শুরুতে এই ট্রেনের করে বাড়ি ফিরতে শ্রমিকেরা বিক্ষোভ-আন্দোলনের পথ পর্যন্ত বেছে নিয়েছিল। এখন সেই শ্রমিক স্পেশাল ট্রেনের চাহিদা প্রায় তলানিতে।
রেলের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, যে এখনও পর্যন্ত ৪১৫৫ টি ট্রেনে করে প্রায় ৫৭ লাখ শ্রমিককে ফেরানো হয়েছে তাদের রাজ্যে। এবার কমছে সেই চাহিদা। অধিকাংশ শ্রমিকেরা বাড়িতে পৌঁছে গিয়েছেন।