পরিযায়ী শ্রমিকদের কাজে ঢোকানোয় হাওড়ার কারখানায় বিক্ষোভ শ্রমিকদের
হাওড়া: ডোমজুড়ের জালান কমপ্লেক্সের ভিতর একটি কারখানায় কাজ করতেন উত্তর প্রদেশের ৬ শ্রমিক। লকডাউন শুরু হতেই, কাজ না থাকায় তারা ফিরে যান নিজেদের বাড়িতে।
তবে, বর্তমানে কাজ শুরু হতেই মালিক পক্ষ ডেকে পাঠান সেই ৬ জন শ্রমিককে কাজে যোগ দিতে। সেখানেই বিপত্তি। পরিযায়ী শ্রমিকদের কাজে যোগ দেওয়া নিয়ে বিক্ষোভ দেখান সেখান কার অন্যান্য শ্রমিকেরা। যার ফলে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয় রেলের যন্ত্রাংশ নির্মাণকারী এই কারখানাটি।
উল্লেখ্য, সেখানকার শ্রমিকদের দাবি, ভীন রাজ্য থেকে যে ছয় জন শ্রমিক কে কাজে যোগ দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে, তারা প্রথমে ১৪ দিন নিজেদের কোয়ারেন্টাইনে রাখুক, যদি কোনো উপসর্গ ধরা না পড়ে হলে তারা কাজে যোগ দিক। তবে শ্রমিকদের এই দাবি মানতে নারাজ মালিক পক্ষ।
ফলে কারখানার ২০০ জন শ্রমিক বিক্ষোভের পথ বেছে নেয়। যার ফলেই তালা পড়ে যায়, দীর্ঘ লকডাউনের পর খুলে যাওয়া কারখানাটির গেটে।