একাধিক নির্দেশিকা সহ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও দুর্বিষহ কলকাতা মেডিক্যালের চিকিৎসা
কলকাতা: ভেঙ্গে গিয়েছে পা । হাতে স্যালাইনের চ্যানেল। সেই অবস্থাতেই হুইলচেয়ার ঠেলছেন রোগী। অন্যদিকে কর্মী নেই। কোলে রোগীকে বয়ে নিয়ে যাচ্ছেন পরিজনরাই। হেলদোলই নেই হাসপাতালের কর্মীদের। একাধিক নির্দেশিকা সহ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও অমানবিক ছবিটা যেন কিছুতেই বদলাচ্ছে না কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। একই দিনে পরপর দুটো দৃশ্য আবারও চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের কপালে।
পা ভেঙে আনোয়ার হোসেন চিকিৎসাধীন কলকাতা মেডিক্যাল কলেজে। বাঁ হাতে স্যালাইনের ও ইনজেকশনের চ্যানেল। সেই হাতেই হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে এক বিভাগ থেকে অন্য বিভাগে পরীক্ষা করাতে যাচ্ছেন তিনি নিজেই । দেখা পাননি কোনও ট্রলিবয়ের, মেলেনি স্ট্রেচারও।
অন্যদিকে ইমারজেন্সি বিল্ডিং-এ ভর্তি রয়েছেন গুরুতর অসুস্থ এক বৃদ্ধা। এমআরআই সেন্টারে স্ক্যান করার প্রয়োজন। তবে পাওয়া যায়নি কোনও স্ট্রেচার, ট্রলি কিংবা হুইলচেয়ারও। তাঁকে নিয়ে যাওয়ার জন্য মেলেনি হাসপাতাল কর্মীও।
অবশেষে পরিবারের লোকেরা বাধ্য হয়ে ওয়ার্ডের বেড থেকে কোলে করে তাঁদের আত্মীয়াকে নিয়ে যাচ্ছেন এমআরআই করাতে।
হাসপাতাল কর্তৃপক্ষ এ দুই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পর ঘটনা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।