রাজ্যে সুস্থতার হার বাড়লেও চিন্তার ভাঁজ ফেলেছে উত্তর ২৪ পরগনার চিত্র
উত্তর ২৪ পরগনা: আনলক ফোর পর্যায়ে আরও কিছু ক্ষেত্রে মিলেছে ছাড়। আগামী ৮ আগস্ট থেকে কলকাতায় শুরু হচ্ছে মেট্রো পরিষেবাও। এরই মধ্যে করোনা রোগী দ্রুত চিহ্নিত করার জন্য প্রতিদিনই বাড়ছে টেস্টের সংখ্যা। যদিও বাগে আনা যাচ্ছে না সংক্রমণ। সুস্থতার হার উল্লেখযোগ্যভাবে বাড়লেও সংক্রমণ রোখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৩ জন। যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত ৫৫১ জন। তবে ফের কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৬৬৩ জন।
তালিকায় এরপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই দুই জেলায় যথাক্রমে ১৬৭ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৬৫ হাজার ৭২১ জন করোনার কবলে পড়েছেন। তবে এর মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন।
বর্তমানে অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮২২-য়। যদিও এখনও এই মারণ ভাইরাস প্রাণ কেড়ে চলেছে রাজ্যবাসীর।
সংক্রমণের সার্বিক চেহারাটা এখনও বিশেষ স্বস্তিজনক না হলেও সুস্থতার ঊর্ধ্বমুখী হারই ঘুরে দাঁড়ানোর সাহস জোগাচ্ছে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, বর্তমানে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৩.০৪ শতাংশ মানুষ।
গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৩৪৬ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় বেশি করোনাজয়ীর সংখ্যা। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনাজয়ী ১ লক্ষ ৩৭ হাজার ৬১৬ জন।