BREAKING: বিধ্বংসী আগুন সিটি সেন্টার মলে, আটকে ৩৫০০
মুম্বাই: বিধ্বংসী আগুন মুম্বাইয়ের সিটি সেন্টার মলে। আটকে রয়েছেন ৩৫০০ জন। ঘটনাস্থলে রয়েছে দমকলের ২৪ টি ইঞ্জিন। ২৫০ জনেরও বেশি দমকল কর্মী আগুন নেভানর চেষ্টা করছেন।
গতকাল গভীর রাতে আগুন লাগে বলে অনুমান। তারপরই আগুন বহুতল অবধি ছড়িয়ে যায়।
ভিতরে আটকে থাকা সকলকে নিরাপদে বাইরে বের করে আনা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে দুজন দমকল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
তবে, কি কারনে ঠিক আগুন লেগেছে তা এখনও অবধি জানা যায়নি।