কলকাতাঃ দলবদলে হাওয়ায় তৃণমূল প্রার্থী চিরঞ্জিত হপ্তাখানেক টালবাহানার পর নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন যে একুশের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের হয়েই ভোটে লড়বেন।
চিরঞ্জিত বারাসত থেকেই পর পর ২ বছর বিপুল ভোটে জিতে বিধায়ক হয়েছেন- ২০১১ এবং ২০১৬ সালে।
সংশ্লিষ্ট কেন্দ্রে সামনেই ভোট। তার আগেই নির্বাচন কমিশনের কাছে হলফনামা দিয়ে সম্পত্তির বিবরণ জানিয়েছেন চিরঞ্জিৎ । যেখানে কিনা ব্যাঙ্কে গচ্ছিত কোটি টাকার সঙ্গে উল্লেখ রয়েছে বহুমূল্য ফ্ল্যাট-গয়নারও।
বারাসতের বিধায়ক চিরঞ্জিতের হলফনামায় উল্লেখ, ২০১৯-’২০ আর্থিক বর্ষে চিরঞ্জিতের উপার্জন ছিল ৩৪ লক্ষ ৬১ হাজার ৯৪০ টাকা। তাঁর স্ত্রী রত্নাবলীর উপার্জন ৬ লক্ষ ৪৮ হাজার ৯০০ টাকা। বর্তমানে চিরঞ্জিতের হাতে নগদ ৩৮ হাজার ৯৯ টাকা ৯০ পয়সা আছে। অন্যদিকে স্ত্রীয়ের কাছে আছে সাড়ে ১০ হাজার টাকা।
এছাড়াও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে চিরঞ্জিতের নামে গচ্ছিত রয়েছে যথাক্রমে ৩ কোটি ৭১ লক্ষ ৫ হাজার ৪৬৯ টাকা, ২২ লক্ষ ৬৩ হাজার ৪৯৯ টাকা, ৩৭ হাজার ২০৭ টাকা ৬ পয়সা, ২ লক্ষ ১০ হাজার ৭৫২ টাকা ১৭ পয়সা, ২ লক্ষ ৩৩ হাজার ২৫ টাকা ৬৪ পয়সা এবং ৩ লক্ষ ৩১ হাজার ৮৩৭ টাকা। স্ত্রী রত্নাবলীর নামেও রয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
চিরঞ্জিত হলফনামায় তাঁর একটি বাড়ির কথা উল্লেখ করেছেন। টালিগঞ্জে ডক্টর মেঘনাদ সাহা সরণিতে ফ্ল্যাটের বর্তমান বাজারদর প্রায় ৫০ লক্ষ টাকা।এছাড়াও একটি মাহিন্দ্রা স্করপিয়ো গাড়ি রয়েছে বারাসতের এই তৃণমূল প্রার্থীর। যেটি কিনা ২০১৯ সালে কিনেছিলেন ১৩ লক্ষ ১৫ হাজার ১৯০ টাকা দিয়ে।তারই ৮ লক্ষ ৫৭ হাজার ৩৮৫ টাকার ঋণ চলছে এখনও ব্যাঙ্কে।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন