কলকাতা- দীপক অধিকারী, অভিনেতা-তৃণমূল সাংসদ দেব যেন হয়ে উঠেছেন বাংলার ‘সোনু সুদ’। নেপাল থেকে আরও ২৫০ জন পরিযায়ী শ্রমিককে ফেরালেন তিনি।
রবিবার দুপুরে ঘাটাল পৌঁছাল ২৪৭ পরিযায়ী শ্রমিক। এঁদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছেন। শুধু ফেরানোই নয়, তাঁদের পানীয় জল, খাবার ও বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থাও করা হয়। ফিরে আসার পর, ঘাটাল মহকুমা হাসপাতালে তাঁদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
নেপাল থেকে ওই পরিযায়ী শ্রমিকেরা যোগাযোগ করেন দেবের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় অবিলম্বে প্রথম দফায় কিছু শ্রমিককে ঘরে ফিরিয়ে আনেন দেব। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ট্যুইটারে ধন্যবাদও জানান তিনি।
রবিবার সাংবাদিক বৈঠক করে দেব বলেন, ‘মানুষ হিসেবেও তো আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকে। পরিযায়ী শ্রমিকদের জন্যে আমাদের ভাবতেই হবে। ওঁরাও তো মানুষ।’ তিনি জানিয়েছেন, এই ২৫০ জন পরিযায়ী শ্রমিককে আপাতত হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে।