Petrol Diesel price hike
লড়াই ২৪ ডেস্ক: বিগত ৩৪ দিন ধরে দেশে অপরিবর্তিত পেট্রোলের মূল্য। এদিকে এদিন লাগাতর তৃতীয় দিনের জন্য ডিজেলের দাম। রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের বর্তমান মূল্য ৮৯.২৭। এদিন লিটার প্রতি ডিজেলের দাম কমেছে ২০ পয়সা। অপরদিকে পেট্রোলের দাম অপরিবর্তিত। এদিন রাজধানীতে পেট্রোলের দাম ১০১.৮৪ টাকা। কলকাতাতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২টাকা ৮ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৯২ টাকা ৩২ পয়সা।
তবে ডিজেলের দাম পর পর তিনদিন কমলেও রাজস্থানের শ্রীগঙ্গানগর, মধ্যপ্রদেশের রিবা-সহ একাধিক শহরে এখনও প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকার উপর। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পতন ঘটায় দেশে কিছুটা পতন ঘটেছে ডিজেলের দাম। এদিন ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানির দাম ১.৭৮ডলার কমে ৬৬.৪৫ ডলার হয়। এছাড়া DWTI ক্রুডের দামও কমে ব্যারেল প্রতি ৬৩.৭৯ ডলার হয়েছে।
আরও পড়ুন……………..ভারতীয় দূতাবাসে তালিবানি হানা, কাগজপত্রের খোঁজে তল্লাশি
গত প্রায় এক মাস ধরে জ্বালানির দাম অপরিবর্তিত। বাদল অধিবেশনেও এই নিয়ে বিরোধীরা বিক্ষোভ দেখিয়েছে। সংসদ অধিবেশন শেষ হতেই জ্বালানির দাম বৃদ্ধি পাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। তবে আপাতত সেই আশঙ্কাকে দূরে সরিয়ে অপরিবর্তিত পেট্রোলের দাম।
Petrol Diesel price hike