দীঘা: রাতে অন্ধকারে পুড়ে গেল দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের একাধিক মৎস্য খটি।যার জেরে আনুমানিক ক্ষতি প্রায় কোটি টাকার ওপরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন রাত ১২টা নাগাদ দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রর একটি পাইকারি মাছের দোকান থেকে প্রথম কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দা এবং কয়েকজন ব্যবসায়ী। এরপর হঠাৎই দাউদাউ করে আগুন লাগে জ্বলতে থাকে ওই মৎস্য নিলাম কেন্দ্রে।
এর কিছুক্ষনের মধ্যে পাশাপাশি থাকা ১ টি মাংসের দোকান,২টি মাছের দোকান, ৩ টি কাপড় ও জুতো দোকান, ৩টি সেলুন,২টি হার্ডওয়্যারর্স দোকান, ২টি খাবারের দোকান পুরোপুরি আগুনে ভস্মীভূত হয় এবং রাস্তার বিপরীতে থাকা ৬ টি দোকানে কিছুটা আগুন ধরে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন সহ দমকলকর্মীরা উপস্তিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাছাড়া রাতে নিলাম কেন্দ্র বন্ধ থাকায় কেউ আটকে পড়ার ঘটনা ঘটেনি। তবে ব্যবসায়ীদের মতে ক্ষতির পরিমাণ কোটি টাকার উর্ধ্বে।