পুনরায় রেল পরিষেবা চালুর দাবিতে সোচ্চার দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোশিয়েশন
দিঘা: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর তার আগেই পর্যটনশিল্পকে চাঙ্গা করতে দীঘা-হাওড়া রেল পরিষেবা পুনরায় চালুর দাবিতে সোচ্চার হলেন দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোশিয়েশন।
শুক্রবার সামাজিক দূরত্ব বজায় রেখে দীঘা শঙ্করপুর হোটেল হোটেলিয়ার্স অ্যাসোশিয়েশন অফিস থেকে একটি মিছিল করে দীঘা রেলস্টেশন ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখান অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এদিন বিক্ষোভ মিছিল শেষ করে রেল পরিষেবা চালু সহ একাধিক দাবি নিয়ে রেল স্টেশন ম্যানেজারের কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা। তাদের দাবি,দীঘা থেকে শীঘ্রই রেল পরিষেবা চালু করতে হবে।
তাছাড়া রেল পরিষেবা চালু না করা হলে পর্যটকদের দীঘা ভ্রমণে আসতে অসুবিধা হচ্ছে। তাই রেল পরিষেবা জরুরী ভিত্তিতে চালু করা হোক। এদিনে ডেপুটেশন কর্মসূচিতে ছিলেন সংগঠনের সভাপতি সুশান্ত পাত্র যুগ্ম-সম্পাদক বিপ্রসাদ চক্রবর্তী,পরেশ চন্দ সহ অন্যান্যরা।