‘পারলে ১০ হাজার কৃষক নিয়ে কলকাতায় র্যালি করে দেখাক তৃণমূল’ চ্যালেঞ্জ দিলীপের
কলকাতা: রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বিজেপি প্রথম থেকেই রাজ্য শাসকদলের উপর অভিযোগ আনছিল, তাদের দাবি কৃষকদের অধিকার থেকে বঞ্চিত করছে তৃণমূল। রাজ্যের কৃষকেরা কেন্দ্রীয় সরকারের দেওয়া ৬০০০ টাকা থেকে বঞ্চিত হচ্ছে।
গতকাল প্রধানমন্ত্রী একটি ভার্চুয়াল বৈঠকে জানিয়েছেন, রাজ্যের ৭০ লক্ষ কৃষক ৬০০০ টাকা থেকে বঞ্চিত হচ্ছে। দিলীপ ঘোষ এই সূত্র ধরেই মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তিনি বলেন,” রাজ্যের কৃষকরা যে মমতা ব্যানার্জির সাথে নেই প্রধানমন্ত্রীর সাথে রয়েছে সেটা স্পষ্ট। পারলে ১০,০০০ কৃষক নিয়ে রাজ্যে রেলি করে দেখাক তৃণমূল।”
এদিন দিলীপ ঘোষ একটি কর্মসূচি থেকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় কে। তিনি জানিয়েছেন তৃণমূল না পারলেও বিজেপি এর থেকে পাঁচ গুণ কৃষক নিয়ে রেলি করে দেখাবে।
উল্লেখ্য, দিল্লির বিক্ষোভকারী কৃষকদের পাশে গত বুধবার তৃণমূলের সদস্য দল পাঠানো হয় কৃষকদের সাথে দেখা করার জন্য। তারা গিয়ে তাদের আশ্বস্ত করেন এবং পাশে থাকার বার্তা দেন। এই খবর পেতেই দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে বলেন, “তিনি বিক্ষোভকারী আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়াতে পারেন কিন্ত রাজ্যের কৃষকদের অধিকার থেকে বঞ্চিত করেন।”