দেশের ইতিহাসে প্রথম, মোদী জমানায় ডিজেল পেরিয়ে গেল ৮০ টাকা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

disel price higest in indian history

কলকাতা: যা ভাবা যায় না তাই হল। পেট্রোল আর ডিজেল যেখানে প্রায় ১০ টাকার হেরফের হয় সেখানে প্রায় সমান দাম। মোদী ম্যাজিক?

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এই প্রথম বার ডিজেলের দাম ৮০ টাকার গণ্ডি ছাড়াল। দিল্লিতে এমন ঘটনা ঘটেছে। রাজধানীতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৯.৯২ টাকা আর ডিজেলের ৮০.০২ টাকা।

একইভাবে, কলকাতায় গত ১৯ দিনে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৮.৩১ টাকা ও ৯.৫৬ টাকা। কলকাতায় বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের নতুন দাম যথাক্রমে ৮১.৬১ টাকা ও ৭৫.১৮ টাকা।

ডিজেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব যে আমজনতার ওপর পড়বে, তা বলাই বাহুল্য। ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে, গণপরিবহণের খরচ বাড়বে। একইসঙ্গে বৃদ্ধি পাবে মুদ্রাস্ফীতি।

disel price higest in indian history

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment